Amar Sangbad
ঢাকা রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫,

সাবেক পরিকল্পনামন্ত্রী মান্নানের এপিএস জুয়েল গ্রেপ্তার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ফেব্রুয়ারি ২, ২০২৫, ০৭:০৭ পিএম


সাবেক পরিকল্পনামন্ত্রী মান্নানের এপিএস জুয়েল গ্রেপ্তার

সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানায় নাশকতার মামলায় সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ব্যক্তিগত সহকারী জুয়েল আহমদকে (৪১) গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার রাতে শান্তিগঞ্জ উপজেলা সদরের ডুংরিয়া গ্রামের তার নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

রোববার (২ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকরাম আলী 

জানা যায়, জুয়েল আহমদ ডুংরিয়া গ্রামের আব্দুল শহিদের ছেলে ও সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ব্যক্তিগত সহকারী ছিলেন। 

এ বিষয়ে শান্তিগঞ্জ থানার ওসি মো. আকরাম আলী বলেন, নাশকতার মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সকালে তাকে সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।

আরএস
 

Link copied!