Amar Sangbad
ঢাকা বুধবার, ১২ মার্চ, ২০২৫,

খুলে ফেলা হলো জবি ছাত্রী হলের নামফলক

জবি প্রতিনিধি

জবি প্রতিনিধি

ফেব্রুয়ারি ৬, ২০২৫, ০৯:২০ পিএম


খুলে ফেলা হলো জবি ছাত্রী হলের নামফলক

জগন্নাথে বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ছাত্রী হল ‍‍` বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল‍‍` এর নামফলক খুলে ফেলা হয়েছে।

বৃহস্পতিবার ( ৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে পাঁচটায় এই নামফলক খুলে ফেলা হয়।

জুলাই বিপ্লব পরবর্তী সময়ে জবি ছাত্রী হলের নাম পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকম আলোচনা সমালোচনা শোনা যায়।

ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নাইমা আক্তার রিতা বলেন, ছাত্রী হলের নাম পরিবর্তন শিক্ষার্থীদের একটি দাবি ছিল। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক অবস্থা স্বাভাবিক হওয়ার পর আমরা এই দাবি উত্থাপন করি এবং প্রশাসন এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখেন। আমরা কয়েকটি নাম প্রস্তাব করেছি। প্রশাসন ‍‍`নবাব ফয়জুন্নেসা চৌধুরানী হল‍‍` নামটি পছন্দ করেছেন, আশা করছি এটাই চূড়ান্ত হিসেবে গৃহীত হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড রেজাউল করিম বলেন, শিক্ষার্থীদের দাবির আলোকে ছাত্রীহলের নাম পরিবর্তন করা হচ্ছে। নাম পরিবর্তনের বিষয়ে আমরা আরো আগে কমিটি করেছি। কমিটি কাজ করছে, আগামী সপ্তাহে তারা সব চূড়ান্ত করতে পারবে।

আরএস

Link copied!