Amar Sangbad
ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫,

আদানির প্লান্টের সক্ষমতা ১৬০০ মেগাওয়াটই চায় বাংলাদেশ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ফেব্রুয়ারি ১২, ২০২৫, ১০:৪৮ এএম


আদানির প্লান্টের সক্ষমতা ১৬০০ মেগাওয়াটই চায় বাংলাদেশ

ভারতীয় আদানি গ্রুপের এক হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্রে উৎপন্ন বিদ্যুতের পুরোটাই সরবরাহ করতে বলেছে বাংলাদেশ। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ আদানি পাওয়ারকে তার এক হাজার ৬০০ মেগাওয়াটের প্লান্ট থেকে সরবরাহ সম্পূর্ণরূপে পুনরায় শুরু করতে বলেছে।

শীতের সময় কম চাহিদা এবং অর্থ প্রদান নিয়ে বিরোধের কারণে সরবরাহের পাশাপাশি বিক্রিও কমে যাওয়ার তিন মাসেরও বেশি সময় পর বাংলাদেশ এ কথা জানাল।

২০১৭ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে বাংলাদেশের সঙ্গে ২৫ বছরের চুক্তি স্বাক্ষর করেছিল আদানি। ভারতের ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত সংস্থাটি তাদের দুই বিলিয়ন ডলারের প্লান্ট থেকে বিদ্যুৎ সরবরাহ করে। ৮০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিটের প্লান্টটির প্রতিটি থেকেই একচেটিয়াভাবে বাংলাদেশে বিদ্যুৎ বিক্রি করে তারা।

রয়টার্স বলছে, অর্থ প্রদানে দেরির কারণে ভারতীয় এই কম্পানিটি গত বছরের ৩১ অক্টোবর বাংলাদেশে সরবরাহ অর্ধেকে নামিয়ে আনে।

এর ফলে গত ১ নভেম্বর তাদের একটি ইউনিট বন্ধ হয়ে যায়, যার ফলে প্লান্টটি প্রায় ৪২ শতাংশ সক্ষমতায় কাজ করছে। পরবর্তীকালে বাংলাদেশ আদানিকে মাত্র অর্ধেক বিদ্যুৎ সরবরাহ বহাল রাখতে বলেছিল।

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) কর্মকর্তারা বলছেন, বকেয়া পরিশোধের জন্য তাঁরা আদানিকে মাসে ৮৫ মিলিয়ন মার্কিন ডলার প্রদান করছে এবং এখন কম্পানিকে দ্বিতীয় ইউনিট থেকে সরবরাহ পুনরায় শুরু করতে বলেছে।

বিআরইউ

Link copied!