আমার সংবাদ ডেস্ক
ফেব্রুয়ারি ১২, ২০২৫, ০৬:৪৭ পিএম
আমার সংবাদ ডেস্ক
ফেব্রুয়ারি ১২, ২০২৫, ০৬:৪৭ পিএম
বাংলাদেশ এয়ারলাইন্স পাইলটস অ্যাসোসিয়েশনের (বাপা) ২০২৫-২০২৬ সালের নির্বাচনের ফলাফল ঘোষিত হয়েছে।
নির্বাচনে মোট ১৩ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
ক্যাপ্টেন মো. আব্দুল বাসিত মাহতাব সভাপতি পদে এবং ক্যাপ্টেন সাদাত জামিল সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটির বাকি সদস্যরা হলেন– সহ-সভাপতি ক্যাপ্টেন মো. মেহেদি হাসান, কোষাধ্যক্ষ ক্যাপ্টেন মুন্তাসির মাহবুব, যুগ্মসচিব (প্রশাসন) ক্যাপ্টেন মানব দীপ্ত, যুগ্মসচিব (অপারেশনস) ফার্স্ট অফিসার ইশতিয়াক আহমেদ, যুগ্মসচিব (সাম্প্রতিক বিষয়াবলি) ক্যাপ্টেন আতিয়াব জুবায়ের জাফর, নির্বাহী সদস্য ফার্স্ট অফিসার মো. সোলাইমান, নির্বাহী সদস্য ফার্স্ট অফিসার মহসিন কামাল, নির্বাহী সদস্য ফার্স্ট অফিসার শামির উদ্দিন আহমেদ, নির্বাহী সদস্য ফার্স্ট অফিসার আবু জাফর মাহমুদ রাফসান, নির্বাহী সদস্য ফার্স্ট অফিসার মো. রুবাব ইসলাম খান, নির্বাহী সদস্য ফার্স্ট অফিসার আবদুল্লাহ আল নোমান।
ইএইচ