Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫,

শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে কাগজপত্র দেয়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ১৩, ২০২৫, ০৬:৩৪ পিএম


শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে কাগজপত্র দেয়া হয়েছে

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে প্রয়োজনীয় কাগজপত্র দেওয়া হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার গণমাধ্যমকে এ কথা জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম গণমাধ্যমকে জানান, বাংলাদেশের দেওয়া কাগজপত্রের জবাবা ভারতের পক্ষ থেকে দেওয়া হয়নি।

তিনি জানান, হাসিনাকে আনার ব্যাপারে ভারতকে বাংলাদেশ যে নোট ভারবাল দিয়েছিল সেখানে বন্দি বিনিময় চুক্তির আওতায় প্রয়োজনীয় সব কাগজপত্র দেওয়া হয়েছে।

সম্প্রতি প্রকাশিত জাতিসংঘের তথ্যানুসন্ধান দলের প্রতিবেদন বাংলাদেশ ভারতকে দেবে কি না এমন প্রশ্নের জবাবে রফিকুল আলম বলেন, ‘এ প্রতিবেদন বাংলাদেশের জন্য দেওয়া হয়েছে। এটি প্রকাশ্যেই আছে।’

ইএইচ

Link copied!