Amar Sangbad
ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫,

আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ ১১ জনের মধ্যে এক নারীর মৃত্যু

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ফেব্রুয়ারি ১৬, ২০২৫, ১০:৪৪ এএম


আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ ১১ জনের মধ্যে এক নারীর মৃত্যু

ঢাকার আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে হওয়া বিস্ফোরণে দগ্ধ ১১ জনের মধ্যে শিউলি আক্তার নামে এক নারী মারা গেছেন। শনিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে জাতীয় বার্ন ইন্সস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

দগ্ধদের মধ্যে আরও ৩ জনের অবস্থা গুরুতর। বাকিরাও একই হাসপাতালে চিকিৎসাধীন।

গত শুক্রবার রাতে আশুলিয়ায় একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে দগ্ধ হয় দুই ভাইয়ের পরিবারের ১১ জন সদস্য। দগ্ধদের মধ্যে ৪ শিশু রয়েছে।

জানা গেছে, পিঠা বানানোর সময় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই ছড়িয়ে পরে আগুন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় জাতীয় বার্ন ইন্সটিটিউটে।

বিআরইউ

Link copied!