Amar Sangbad
ঢাকা শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫,

জুলাই অধিদপ্তরের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে এ সপ্তাহে

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ০১:৩৫ পিএম


জুলাই অধিদপ্তরের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে এ সপ্তাহে

অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম জানিয়েছেন, জুলাই অধিদপ্তরের কাজ শেষ পর্যায়ে রয়েছে এবং এটি আনুষ্ঠানিকভাবে এই সপ্তাহে যাত্রা শুরু করবে।

বলেন, জুলাই অভ্যুত্থানে শহীদ হওয়া ব্যক্তিরা "জুলাই শহীদ" এবং আহতরা "জুলাই যোদ্ধা" হিসেবে স্বীকৃতি পাবেন, তাদের সনদ, পরিচয়পত্র, সরকারি সুযোগ-সুবিধা, চিকিৎসা ও ভাতা প্রদান করা হবে।

সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা।

ফারুক-ই-আজম আরও জানান, জুলাই অভ্যুত্থানে শহীদদের পরিবার এককালীন ৩০ লাখ টাকা পাবেন, যার মধ্যে ১০ লাখ টাকা এই অর্থবছরেই দেওয়া হবে। গুরুতর আহতরা এককালীন ৫ লাখ টাকা এবং মাসিক ভাতা পাবেন।

অন্যদিকে, কম গুরুতর আহতদের জন্য চাকরি বা পুনর্বাসনের সুযোগ থাকবে, তবে তারা কোনো ভাতা বা টাকা পাবেন না।

তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, রাজনৈতিক সরকার আসলে জুলাই অধিদপ্তরের অস্তিত্ব থাকতে নাও পারে, তবে এটি সরকারের পক্ষ থেকে প্রতিষ্ঠিত হয়েছে এবং তিনি আশা করেন যে পরবর্তী সরকারও জুলাই অভ্যুত্থানের চেতনাকে রক্ষা করবে।

ফারুক-ই-আজম জানান, জুলাই অভ্যুত্থানে শহীদদের তালিকা ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে এবং আহতদের তালিকা ক্যাটাগরিভুক্ত করা হচ্ছে।

ইএইচ

Link copied!