আমার সংবাদ ডেস্ক
ফেব্রুয়ারি ২০, ২০২৫, ০১:৩৮ পিএম
আমার সংবাদ ডেস্ক
ফেব্রুয়ারি ২০, ২০২৫, ০১:৩৮ পিএম
ঢাকা থেকে দুবাইগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ভারতের মহারাষ্ট্রের নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।
স্থানীয় কর্মকর্তারা বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) এ তথ্য জানান।
জানা গেছে, প্রযুক্তিগত ত্রুটি দেখা দেখা দেয়ার কারণে কোনোরকম ঝুঁকি না নিয়ে ভারতে অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট। ঢাকা থেকে দুবাইগামী বিমানটি বুধবার রাত ১২টা নাগাদ নাগপুরে বিমানবন্দরে জরুরি অবতরণ করে।
নাগপুর বিমানবন্দরের সিনিয়র এয়ারপোর্ট ডিরেক্টর আবিদ রুহি বলেছেন, "ঢাকা থেকে দুবাইগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান বুধবার রাত ১২টা নাগাদ নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করে। প্রযুক্তিগত সমস্যার কারণে জরুরি অবতরণ করা হয়েছে।"
বিআরইউ