Amar Sangbad
ঢাকা সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫,

বাউফলে প্রশাসনকে রেডকার্ড দেখিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৪, ২০২৫, ০৫:০৮ পিএম


বাউফলে প্রশাসনকে রেডকার্ড দেখিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

বাউফলে বাসা থেকে তুলে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, এ ছাড়া ও খুন, ছিনতাই ডাকাতি সহ দেশের আইনশৃঙ্খলার সার্বিক অবনতির প্রতিবাদে লাল কার্ড প্রদর্শন করে মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলার পৌরশহরে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বাউফল সরকারি কলেজ থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ ঘুরে থানা কমপ্লেক্সের সামনে এসে শেষ হয়।

এ সময় মিছিলে শিক্ষার্থীরা ধর্ষকদের বিরুদ্ধে রেড কার্ড রেড কার্ড, প্রশাসনের বিরুদ্ধে রেড কার্ড রেড কার্ড, স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে রেডকার্ড রেড কার্ড, প্রহসনের প্রশাসন মানিনা মানিনা স্লোগান দেয়।মিছিলে বাউফল উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মো. মুনতাসির তাসরিপ লামিম, আয়েশাতুন্নেসা বর্ষা, মু. রুহুল আমিন ও ফারহান রুপাইসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

 

বিআরইউ

Link copied!