Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫,

স্বাস্থ্যের সাবেক ডিজিসহ ১৪ জনকে দুদকের তলব

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ফেব্রুয়ারি ২৭, ২০২৫, ০৩:৩৮ পিএম


স্বাস্থ্যের সাবেক ডিজিসহ ১৪ জনকে দুদকের তলব

করোনাকালে ৭০০ মিলিয়ন ডলার জালিয়াতির ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (ডিজি) আবুল কালাম আজাদসহ ১৪ জনকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

আগামী ২ ও ৩ মার্চ দুদকে হাজির হওয়ার জন্য নোটিশ পাঠান হয়েছে তাদের।

সম্প্রতি দুদকের কাছে করোনাকালে কেনাকাটায় অনিয়মের তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে বিশ্ব ব্যাংক।

এদিকে অবৈধভাবে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক পদে ইকবাল কবীর জাহিদকে নিয়োগের ঘটনায়ও মামলা করতে যাচ্ছে দুদক। অবৈধ নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এ মামলায় আসামি হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই উপাচার্য আব্দুস সাত্তার ও আনোয়ার হোসেন।

এ ছাড়া আসামির তালিকায় রয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিদ্যা বিভাগের প্রফেসর ফেরদৌসী বেগমও।

বিআরইউ

Link copied!