Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০৬ মার্চ, ২০২৫,

যুক্তরাষ্ট্রের দুই সাবেক রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টা

নির্বাচন সংস্কারের ওপর নির্ভরশীল

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মার্চ ৬, ২০২৫, ০৭:৩৪ পিএম


নির্বাচন সংস্কারের ওপর নির্ভরশীল

জাতীয় নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো যদি কম সংস্কার চায়, তাহলে নির্বাচন ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে। আর যদি তারা অধিক সংস্কার চায়, তাহলে আগামী বছরের জুনের মধ্যে ভোট গ্রহণ করা হবে—বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্রের দুই সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি মিলাম ও জন ড্যানিলোভিচ সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি এ মন্তব্য করেন।

ঘণ্টাব্যাপী বৈঠকে অধ্যাপক ইউনূস কূটনীতিকদের জানান, ৬টি কমিশনের সুপারিশকৃত সংস্কারের বিষয়ে সংলাপ শেষ হলে রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করবে।

তিনি বলেন, ‘জুলাই সনদ আমাদের ভবিষ্যৎ পথ নির্ধারণ করবে। অন্তর্বর্তীকালীন সরকার এই সনদের কিছু সুপারিশ বাস্তবায়ন করবে, বাকিগুলো রাজনৈতিক সরকারগুলো বাস্তবায়ন করবে।’

সাক্ষাতের সময় যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি মিলাম অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, ‘জুলাইয়ের গণঅভ্যুত্থান বাংলাদেশে ব্যাপক সংস্কার বাস্তবায়ন ও প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি করেছে।’

ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন উপ-রাষ্ট্রদূত জন ড্যানিলোভিচ ভুয়া সংবাদ ও বিভ্রান্তিমূলক তথ্য মোকাবিলায় বাংলাদেশের ইতিবাচক ভূমিকা ও প্রচেষ্টার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।

বৈঠকে বর্তমান বাংলাদেশ-মার্কিন সম্পর্ক, রোহিঙ্গা সংকট, শরণার্থীদের জন্য আন্তর্জাতিক সাহায্য হ্রাসের প্রভাব, পূর্ববর্তী শাসনামলে চুরি হওয়া অর্থ পুনরুদ্ধার, সার্ক পুনরুজ্জীবনের উদ্যোগ এবং আসন্ন জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় নিয়েও আলোচনা হয়।

উল্লেখ্য, রাষ্ট্রদূত উইলিয়াম বি মিলাম ১৯৯০-এর দশকের গোড়ার দিকে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বর্তমানে মানবাধিকার সংস্থা রাইট টু ফ্রিডমের সভাপতি ও নির্বাহী পরিচালক হিসেবে কর্মরত।

ইএইচ

Link copied!