নিজস্ব প্রতিবেদক
মার্চ ১১, ২০২৫, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক
মার্চ ১১, ২০২৫, ১২:৩৯ পিএম
শাহবাগে নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ এবং নির্যাতনের ঘটনায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন রাজধানীর ৩০টি কলেজের শিক্ষার্থীরা।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে ছোট ছোট মিছিল নিয়ে তারা শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন।
এ সময়, শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়, যেমন, “তুমি কে, আমি কে, আছিয়া আছিয়া”, “জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস”, “ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকদের ফাঁসি চাই”, “আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই”, “জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো”, “ধর্ষকদের গদিতে, আগুন জ্বালো একসাথে” ইত্যাদি।
অধিকাংশ শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক শ্রেণির ছাত্র-ছাত্রী ছিলেন।
তারা জানান, নারী নিপীড়নের প্রতিবাদে শাহবাগ অবরোধের ঘোষণা দিয়েছিল, কিন্তু রমজানে জনগণের ভোগান্তি বিবেচনা করে এই কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। তবে তাদের অবস্থান কর্মসূচি সন্ধ্যা পর্যন্ত চলবে।
এ কর্মসূচিতে অংশ নিয়েছে ঢাকা শহরের বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা, যার মধ্যে রয়েছে ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা সিটি কলেজ, নটরডেম কলেজ, ঢাকা কলেজ, সরকারি বিজ্ঞান কলেজ, উইলস্ লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ, সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজ, বিএফ শাহীন ঢাকা, এবং আরও অনেক কলেজের শিক্ষার্থীরা।
এছাড়া, পুরো শাহবাগ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করেছে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে।
ইএইচ