Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫,

দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে বাজার মনিটরিংয়ের নির্দেশ প্রধান উপদেষ্টার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ১৭, ২০২৫, ০৭:১৫ পিএম


দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে বাজার মনিটরিংয়ের নির্দেশ প্রধান উপদেষ্টার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দ্রব্যমূল্যের স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য নিয়মিত বাজার মনিটরিং, আমদানি ও সরবরাহসহ সব বিষয়ে খেয়াল রাখতে দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

সোমবার (১৭ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তার (প্রধান উপদেষ্টা) সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভায় তিনি এসব দিকনির্দেশনা দেন।

সোমবার দুপুরে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বন ও পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান প্রধান উপদেষ্টার নির্দেশনার এ তথ্য জানান।

তিনি বলেন , দ্রব্যমূল্য স্থিতিশীল রয়েছে। এটা বিবেচনায় নিয়ে দ্রব্যমূল্যের স্থিতিশীলতা বজায় রাখতে বাজার মনিটরিং, আমদানি ও সরবরাহ-এসব বিষয়ে খেয়াল রাখার জন্য দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আরএস

Link copied!