Amar Sangbad
ঢাকা শনিবার, ২৯ মার্চ, ২০২৫,

নির্ধারিত সময়ে স্টেশন থেকে ছাড়ছে সব ট্রেন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মার্চ ২৬, ২০২৫, ১২:২৯ পিএম


নির্ধারিত সময়ে স্টেশন থেকে ছাড়ছে সব ট্রেন

ঈদ উপলক্ষ্যে ট্রেন যাত্রার তৃতীয় দিন চলছে আজ (২৬ মার্চ)। গত দুই দিনের তুলনায় আজ যাত্রীর চাপ কিছুটা বেশি। তবে যাত্রী চাপ বেড়েছে বলে স্টেশনে কোনো ধরনের ভোগান্তি হচ্ছে না।

ঢাকায় ট্রেন যাত্রার বহরে আজ একটি নতুন কমিউটার ট্রেন যুক্ত হয়েছে। সবমিলিয়ে সকাল থেকে রাত পর্যন্ত ঢাকা ছাড়বে মোট ৬৯টি ট্রেন।

বুধবার সকালে ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন ব্যবস্থাপক শাহাদাত হোসেন এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, “ঈদযাত্রার তৃতীয় দিনে আজ ঢাকা থেকে মোট ৬৯টি ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে। এর মধ্যে আন্তঃনগর ৪৩টি এবং মেইল ও কমিউটার মিলিয়ে ২৬টি ট্রেন ছেড়ে যাবে।”

শাহাদাত হোসেন বলেন, “আজ শুধুমাত্র তিতাস কমিউটার ৪৫ মিনিট দেরিতে ছেড়েছে। ট্রেনটি স্টেশনে আসতে দেরি করেছিলো, এজন্য ছাড়তে দেরি হয়েছে।”

স্টেশন ব্যবস্থাপক বলেন, “ট্রেন ছাড়ার ২ ঘণ্টা আগে স্ট্যাডিং টিকিট দেওয়া হচ্ছে। আগামীকাল থেকে বিশেষ ট্রেন চলবে। যাত্রী সেবায় প্রতিবারের মতো এবারও আমাদের সব ধরনের প্রস্তুতি আছে। স্টেশনের শুরু থেকে ট্রেনের পৌঁছানো পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে। ভেরিফিকেশনের মাধ্যমে টিকিট চেকিং করা হচ্ছে।”

ইএইচ

Link copied!