Amar Sangbad
ঢাকা রবিবার, ০৬ এপ্রিল, ২০২৫,

আসিফ নজরুল

কবে হবে এই নারকীয়তার অবসান

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ৫, ২০২৫, ০৭:১২ পিএম


কবে হবে এই নারকীয়তার অবসান

আল্লাহ, প্রভু আমার, কবে হবে এর বিচার! কবে হবে এই নারকীয়তার অবসান! নিজের ফেসবুকে দেওয়া এক ভিডিও পোস্টে  এমন মন্তব্য করেছেন অন্তবর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল।

ইসরাইল গত ১৮ মার্চ যুদ্ধবিরতি ভঙ্গ করার পর থেকে ফিলিস্তিনের গাজায় প্রতিদিন নারকীয় হত্যাকাণ্ডে শতশত নিরীহ নারী, শিশু হত্যা করছে।

গাজার এমননি এক ভিডিও পোস্টে করেন ইমতিয়াজ মাহমুদ নামে একজন সামাজিক যোগাযোগ ব্যবহারকারী।

আসিফ নজরুল তার তার ভিডিও পোস্টে এমন মন্তব্য করেন।

সর্বশেষ শুক্রবার ভোরে ইসরাইলি হামলায় অন্তত ৩৮ জন নিহত হন। গাজা সিটির আল–আহলি হাসপাতালে আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য আর কোনো জায়গা অবশিষ্ট নেই বলে জানিয়েছেন হাসপাতালটির পরিচালক। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সেখানে গত ২৪ ঘণ্টায় ৮৬ জন নিহত ও ২৮৭ জন আহত হন।

আরএস

Link copied!