আমার সংবাদ ডেস্ক
এপ্রিল ৬, ২০২৫, ০৭:৫৩ পিএম
আমার সংবাদ ডেস্ক
এপ্রিল ৬, ২০২৫, ০৭:৫৩ পিএম
অবশেষে সরিয়ে দেওয়া হলো জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তব বোর্ডে (এনসিটিবি) আলোচিত সচিব শাহ মুহাম্মদ ফিরোজ আল ফেরদৌসকে। তাকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। নতুন সচিব হিসেবে পদায়ন পেয়েছেন ইডেন কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক প্রফেসর সাহতাব উদ্দিন।
রোববার (৬ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এনসিটিবির সচিবকে ওএসডি ও নতুন সচিবকে পদায়ন করে প্রজ্ঞাপন করা হয়।
আলোচিত সচিব ফিরোজ আল ফেরদৌস বিগত আওয়ামী লীগের সরকারের সময় দাপটের সঙ্গে চাকরি করেছেন। বিগত ১০ বছর ধরে এনসিটিবিতে থাকা এই সচিব সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ভাগ্নের পরিচয়ে এ দপ্তরে আসা প্রেস মালিকদের কাছ থেকে টাকা সংগ্রহ করে দীপু মনিকে দিতেন— এমন অভিযোগও রয়েছে। ৫ আগস্টের পর নতুন চেয়ারম্যান এসে তাকে সচিব পদে বসান। দুজন মিলে চলতি বছরের বই ছাপায় ভাগবাটোয়ারা করেন, বলেও এমন অভিযোগ উঠেছে।
সরকার পরিবর্তনের পর শিক্ষা প্রশাসনের বিভিন্ন পর্যায় থেকে আওয়ামীপন্থি কর্মকর্তাদের সরিয়ে দেওয়া হলেও ব্যতিক্রম ছিল এনসিটিবির এই সচিবের ক্ষেত্রে।
জানা গেছে, ফিরোজ আল ফেরদৌসের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং তার পিএস শাহগীর আলমের সঙ্গেও গভীর সখ্য ছিল। তিনি শিক্ষা ক্যাডারের শাহেদুল খবির, রতন কুমার মজুমদার ও নিজামুল করিম সিন্ডিকেটের সদস্য হিসেবে পরিচিত। ২০২১ সালে এনসিটিবি সচিব হওয়ার আবেদনে আওয়ামী লীগের ১৩ জন এমপি-মন্ত্রীর সুপারিশ এনে সচিব হতে পারেননি ফেরদৌস। ওই সময় সাবেক ছাত্রলীগনেত্রী ও দীপু মনির ক্যাশিয়ার খ্যাত নাজমা আক্তারকে সচিব পদে পদায়ন করা হয়। ৫ আগস্টের পর প্রশাসন ক্যাডার থেকে সচিব পাদয়ন করা হলেও তৎকালীন চেয়ারম্যানের সুপারিশের ফেরদৌসকে সচিব পদে পদায়ন করা হয়। অবশেষে তাকে ওএসডি করা হলো।
আরএস