Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫,

ব্যারিস্টার তুরিন আফরোজের বাসায় অভিযান চালাচ্ছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ৭, ২০২৫, ১১:৫৬ পিএম


ব্যারিস্টার তুরিন আফরোজের বাসায় অভিযান চালাচ্ছে পুলিশ

রাজধানীর উত্তরায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজের বাসায় অভিযান চালাচ্ছে পুলিশ।

সোমবার রাত ১০টার দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের ১১ নম্বর রোডের ৭ নম্বর রোডের বাসাটিতে অভিযান শুরু করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

এদিন সাড়ে ১১টা ২০ মিনিটে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান অভিযানের তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, এখনও অভিযান চলছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

তুরিন আফরোজ ২০১৩ সালের ফেব্রুয়ারিতে আফরোজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর নিযুক্ত করা হয়। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতিবিদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং গোলাম আযমের বিরুদ্ধে মামলা পরিচালনা করেন। ২০১৮ সালে মানবতাবিরোধী অপরাধের মামলার এক আসামির সঙ্গে গোপন বৈঠকের অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০১৯ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদ থেকে তুরিন আফরোজকে অব্যাহতি দেওয়া হয়।

অভিযোগ আছে, জামায়াতের সঙ্গে কোনও সম্পর্ক না থাকা সত্ত্বেও কোণঠাসা করে রাখতে নিজের জন্মদাত্রী মাকে ওই সংগঠনের রোকন বলে অপপ্রচার করে বেড়াতেন ব্যারিস্টার তুরিন আফরোজ। এছাড়া অনৈতিক ও উচ্ছৃঙ্খল কর্মকাণ্ডে বাধা দেওয়ায় আওয়ামী লীগের শাসনামলে ক্ষমতার অপব্যবহার করে নিজ মাকে উত্তরার বাসা থেকে বেরও করে দেন তিনি।

ইএইচ

Link copied!