অভয়নগর (যশোর) প্রতিনিধি
এপ্রিল ৯, ২০২৫, ০৩:৩৪ পিএম
অভয়নগর (যশোর) প্রতিনিধি
এপ্রিল ৯, ২০২৫, ০৩:৩৪ পিএম
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত এসএসসি পরীক্ষা ২০২৫ আগামী ১১ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে।
সুষ্ঠু, সুন্দর এবং নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে বাউবির যশোর আঞ্চলিক কেন্দ্রে মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে অনুষ্ঠিত হয়েছে প্রস্তুতিমূলক সভা।
আঞ্চলিক কেন্দ্রের সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বাউবির যশোর আঞ্চলিক কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক শেখ সোহেল আহমেদ। সভায় আরও বক্তব্য রাখেন উপ-আঞ্চলিক পরিচালক মো. আবদুল হান্নান, লুৎফুন আরা পিনু, উপপরিচালক স্বরূপ সরকার, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. সোলায়মান হোসেন, কেন্দ্রের সমন্বয়কারী স্বপন কুমার ঘোষ, মো. খায়রুল আনাম, মো. আমজাদ হোসেন, এসএম ফারুক আহমেদ, মো. নাসির উদ্দীন, একেএম আবদুল হাই, জগদীশ দাস, শ্যামল কুমার রায় ও মো. সেলিম রেজা।
সভায় পরীক্ষার সময় কেন্দ্রসমূহে শৃঙ্খলা বজায় রাখা, প্রশ্নপত্রের নিরাপত্তা নিশ্চিত করা এবং অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের সার্বিক সহযোগিতা প্রদান বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংশ্লিষ্ট সবাইকে পরীক্ষার সময় দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
ইএইচ