Amar Sangbad
ঢাকা শনিবার, ১২ এপ্রিল, ২০২৫,

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ১১, ২০২৫, ০৫:১৪ পিএম


রাজধানীসহ  দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

দেশে বিভিন্ন স্থানে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) বিকেল ৫টার দিকে এই ভূকম্পন অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।  

আবহাওয়া অধিদপ্তর গণমাধ্যমকে জানিয়েছে, দেশের ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে এই ভূমিকম্প অনুভূত হয়েছে।  রিকটার স্কেলে এর মাত্রা ছিল ৪।

অন্যদিকে ইউরোপিয়ান-মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্যমতে, রিকটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারত-বাংলাদেশ সীমান্তে। ভূমিকম্পটির কেন্দ্র ছিল বাংলাদেশের কুমিল্লা শহর থেকে প্রায় ৬৮ কিলোমিটার উত্তর এবং ভারতের আগরতলা শহর থেকে ২৬ কিলোমিটার উত্তরে। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

আরএস

Link copied!