Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫,

ভিসা জালিয়াতি নিয়ে মার্কিন দূতাবাসের বিশেষ সতর্কবার্তা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ১৩, ২০২৫, ০৩:৩৪ পিএম


ভিসা জালিয়াতি নিয়ে মার্কিন দূতাবাসের বিশেষ সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রের ভিসাপ্রত্যাশীদের উদ্দেশ্যে একটি বিশেষ সতর্কবার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

সেখানে ভিসা জালিয়াতি নিয়ে সতর্ক করে দূতাবাস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ভিসা পেতে কোনোরকম জালিয়াতি ধরা পড়লে স্থায়ীভাবে বাতিল হয়ে যাবে ভিসা আবেদনের সুযোগ।

রোববার (১৩ এপ্রিল) মার্কিন দূতাবাসের ফেসবুকে এক পোস্টে এই বার্তা দেওয়া হয়েছে।

বার্তায় বলা হয়েছে, ভিসা জালিয়াতির পরিণতি অত্যন্ত গুরুতর। মিথ্যা বলা বা ভুয়া নথিপত্র জমা দিলে যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনের আওতায় আপনার ভিসা স্থায়ীভাবে বাতিল হতে পারে। এর অর্থ আপনি আর কখনো যুক্তরাষ্ট্রে যেতে পারবেন না।

আরএস

Link copied!