নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১৪, ২০২৫, ০৫:২৪ পিএম
নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১৪, ২০২৫, ০৫:২৪ পিএম
নিজস্ব প্রতিবেদক
পান্তা-ইলিশের আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন করেছেন দেশের বিভিন্ন কারাগারে থাকা বন্দিরা।
পয়লা বৈশাখ উপলক্ষে সোমবার দেশের সব কারাগারে বন্দি ও কারা স্টাফদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়। এ ছাড়া দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাঙালির প্রাণের উৎসব নববর্ষ।
কারা সূত্র জানায়, ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) নববর্ষের প্রধান আয়োজন অনুষ্ঠিত হয়। কাশিমপুরসহ দেশের অন্যান্য কেন্দ্রীয় ও জেলা কারাগারেও নিজস্ব ব্যবস্থাপনায় নববর্ষ উদযাপন করা হয়।
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ রোববার জানান, নববর্ষ উদযাপন উপলক্ষে সব কারাগারে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকালে বন্দিদের জন্য ছিল পান্তা-ইলিশ, দুপুরে উন্নতমানের খাবার এবং রাতে ছিল বিশেষ ডিনারের ব্যবস্থা। বিকেলে বন্দিদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজন করা হয়।
তিনি আরও জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগারে বড় পরিসরে আয়োজন হয়। কাশিমপুরসহ অন্যান্য কেন্দ্রীয় কারাগারগুলো নিজ দায়িত্বে র্যালির আয়োজন করেছে এবং অন্যান্য কারাগার জাতীয় র্যালিতে অংশ নিয়েছে।
কারা কর্তৃপক্ষ জানায়, পয়লা বৈশাখ বাঙালির সর্বজনীন উৎসব। এদিন আনন্দঘন পরিবেশে নতুন বছরকে বরণ করা হয়। নববর্ষ হলো কল্যাণ ও নতুন জীবনের প্রতীক। এই দিনে অতীতের গ্লানি ভুলে নতুন আশায় এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়।
কারাগারে অন্যান্য আয়োজন
সকাল সাড়ে ৮টায় রিজার্ভ পুলিশ (আরপি) গেটে বন্দিদের স্বজনদের জন্য ওয়েলকাম ড্রিংকস, বৈশাখী হাতপাখা, বাচ্চাদের মধ্যে চরকি, বৈশাখী ক্যাপ, বেলুন, ভুভুজেলা বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। পরে কারারক্ষী ব্যারাক থেকে বের হয়ে একটি র্যালি আবাসিক এলাকার মাঠে এসে শেষ হয়। র্যালিতে অংশ নেয় কুলা পার্টি, ব্যান্ড পার্টি, ঘোড়ার গাড়ি, শাড়ি পার্টি এবং পাঞ্জাবি পার্টি।
র্যালি শেষে কারা স্টাফ ও তাঁদের পরিবারের সদস্যরা আবাসিক মাঠের প্যান্ডেলে একসঙ্গে পান্তা-ইলিশ ভোজে অংশ নেন। সন্ধ্যায় বৈশাখী আমেজে আবাসিক এলাকার মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা উপস্থাপনা করেন ফারজানা বিথী। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কোনাল ও লুইপা। এ ছাড়া আয়োজন করা হয় আকর্ষণীয় র্যাফেল ড্র।
ইএইচ