আমার সংবাদ ডেস্ক
এপ্রিল ১৯, ২০২৫, ১২:৩৭ পিএম
আমার সংবাদ ডেস্ক
এপ্রিল ১৯, ২০২৫, ১২:৩৭ পিএম
রাজনীতিতে পুনরায় সক্রিয় হওয়ার চেষ্টায় থাকা আওয়ামী লীগের মিছিল-সমাবেশ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (১৯ এপ্রিল) রাজধানীর বিমানবন্দর থানা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি বলেন,
‘ভবিষ্যতে আওয়ামী লীগ যেন আর কোনো মিছিল করতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে যথাযথ ব্যবস্থা নিতে বলা হয়েছে।’
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। এরপর থেকেই দলটির কিছু নেতা-কর্মী রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার চেষ্টা করে, যা জনমনে উদ্বেগ ও আতঙ্ক তৈরি করছে।
শুক্রবার রাজধানীর উত্তরাসহ বিভিন্ন স্থানে ‘আওয়ামী লীগ নিষিদ্ধ ও বিচার দাবিতে’ বিক্ষোভ করে সাধারণ মানুষ। সেখান থেকেই আ. লীগকে রাজনীতিতে নিষিদ্ধ ঘোষণা ও ‘জুলাই আন্দোলনে’ সংঘটিত alleged গণহত্যার বিচারের দাবি জোরালো হয়।
এই প্রেক্ষাপটে শনিবার আইনশৃঙ্খলা পরিস্থিতি ঘিরে বিমানবন্দর থানায় পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। সেখানে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্পষ্ট নির্দেশনা দেন, “আওয়ামী লীগের মিছিল প্রতিরোধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”
তিনি জানান, রাজধানীতে নিরাপত্তা ও নিয়ন্ত্রণ আরও জোরদার করতে পর্যায়ক্রমে ঢাকা মেট্রোপলিটন পুলিশের আওতাধীন বিভিন্ন থানা ঘুরে দেখছেন তিনি।
এদিন বেলা ১১টা ১০ মিনিটে বিমানবন্দর থানা পরিদর্শনের মাধ্যমে দিনব্যাপী কার্যক্রম শুরু করেন উপদেষ্টা। এরপর তিনি উত্তরা পশ্চিম, তুরাগ ও উত্তরা পূর্ব থানা পরিদর্শন করবেন বলেও জানা গেছে।
বিআরইউ