Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫,

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকবে কাতার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ২৪, ২০২৫, ০৭:৩১ পিএম


রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকবে কাতার

রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল থানি।

বৃহস্পতিবার আর্থনা সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে এ আশ্বাস দেন তিনি।

বৈঠকে বাংলাদেশ-কাতার সম্পর্ক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় ড. ইউনূস রোহিঙ্গা সংকট সমাধানে কাতারের সহযোগিতা কামনা করলে কাতারের প্রধানমন্ত্রী এ বিষয়ে সহমত প্রকাশ করেন এবং বাংলাদেশের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

এছাড়াও, বৈঠকে ফিলিস্তিন ইস্যুতে বিশ্ব নেতৃবৃন্দের নীরবতাকে দুঃখজনক বলে মন্তব্য করেন ড. ইউনূস। কাতারের প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের অবস্থানের প্রশংসা করেন এবং দেশের সংস্কার ও পুনর্গঠনে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন।

ইএইচ

Link copied!