Amar Sangbad
ঢাকা সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫,

রাতের মধ্যে ঢাকাসহ ৯ জেলায় ঝড়ের শঙ্কা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ২৮, ২০২৫, ০৭:৫৪ পিএম


রাতের মধ্যে ঢাকাসহ ৯ জেলায় ঝড়ের শঙ্কা

তাপপ্রবাহের মধ্যেই ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝরেছে স্বস্তির বৃষ্টি। এতে গরমের দাপট কিছুটা কমলেও সর্বোচ্চ তাপমাত্রার পারদ এখনো ৩৭ ডিগ্রির ঘরেই রয়েছে। যদিও আগামী ২৪ ঘণ্টায় তাপপ্রবাহ প্রশমিত হয়ে তাপমাত্রা কমতে পারে বলে সুখবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই অবস্থায় রাতের মধ্যেই ঢাকাসহ ৯ জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে।

সোমবার (২৮ এপ্রিল) দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের নদীবন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। সেই সঙ্গে এই ৯ জেলার নদীবন্দরে সতর্ক সংকেতও দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, সোমবার রাত ১টার মধ্যে ঢাকা ছাড়াও যশোর, খুলনা, ফরিদপুর, মাদারীপুর, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেটের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া ও রংপুরে দেশের সর্বোচ্চ ৪১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি এই সময়ে দিনাজপুরে ৪০ মিলিমিটার ছাড়াও নীলফামারীর ডিমলায় ৩১, সৈয়দপুরে ৩০, মাইজদীকোর্টে ২৯, নেত্রকোণায় ১৯, রাজারহাটে ১৮ মিলিমিটারসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ঝরেছে। এই অবস্থায় বর্ধিত ৫ দিনে তাপমাত্রা বাড়তে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আরএস

Link copied!