Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫,

পুলিশ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ২৯, ২০২৫, ১২:৪০ পিএম


পুলিশ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে আজ মঙ্গলবার সকালে পুলিশ সপ্তাহ ২০২৫-এর উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

‘আমার পুলিশ, আমার দেশ—বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ সপ্তাহের মূল আনুষ্ঠানিকতা চলবে তিন দিন। আগামী শুক্রবার বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) আয়োজনে শেষ হবে এ বছরের পুলিশ সপ্তাহের কার্যক্রম।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, পুলিশ সপ্তাহ উপলক্ষে বাহিনীর বিভিন্ন ইউনিট ইতিমধ্যে নিজেদের চ্যালেঞ্জ ও অগ্রগতি তুলে ধরতে প্রেজেন্টেশনের প্রস্তুতি নিয়েছে। জনবান্ধব পুলিশ গঠনে জনগণের আস্থা ফেরাতে বাড়ানো হচ্ছে লজিস্টিক সহায়তা, গবেষণা কার্যক্রমও।

সূচি অনুযায়ী, ৩০ এপ্রিল সকালে পুলিশের বিভিন্ন ইউনিটের প্রেজেন্টেশন অনুষ্ঠিত হবে। সকাল সোয়া ৯টায় সিআইডি, ১০টায় র‍্যাব এবং পরে ট্যুরিস্ট পুলিশ, পিবিআই ও এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ) পৃথকভাবে তাদের কার্যক্রম তুলে ধরবে। একই দিনে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিবদের বৈঠক অনুষ্ঠিত হবে।

পুলিশ সপ্তাহের দ্বিতীয় দিন ১ মে থাকবে আইজি ব্যাজ প্রদান, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সম্মেলন এবং নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভা। পাশাপাশি পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ও পুলিশ অফিসার্স মেসের বার্ষিক সাধারণ সভা ও পুনর্মিলনী অনুষ্ঠান হবে।

২ মে পুনাকের বার্ষিক সমাবেশ ও আনন্দ মেলা দিয়ে শেষ হবে এবারের আয়োজন। এদিন স্টলগুলোর পুরস্কার প্রদান ও আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হবে।

বিআরইউ

Link copied!