নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ২৯, ২০২৫, ০৭:১২ পিএম
নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ২৯, ২০২৫, ০৭:১২ পিএম
‘তথ্য অধিকার আইন, ২০০৯’কে একটি যুগান্তকারী আইন উল্লেখ করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া বলেছেন, এই আইন প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহি এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বলেন, “বেবিচক সর্বদা এই আইন বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ।”
মঙ্গলবার বেবিচকের সদর দফতরে দিনব্যাপী এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। কর্মশালার আয়োজন করে বেবিচকের জনসংযোগ বিভাগ।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান বলেন, “রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন তথ্য প্রচার থেকে বিরত থাকতে হবে। আমাদের সর্বাগ্রে দেশকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালন করতে হবে।”
তিনি আরও জানান, “চট্টগ্রাম বিমানবন্দর দিয়ে অচিরেই কার্গো পরিবহন কার্যক্রম শুরু হবে। এর আগে সিলেট থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি, আগামী জুন মাসের মধ্যেই কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু হবে।”
চেয়ারম্যান বলেন, “আমরা বর্তমানে পূর্বের প্রকল্পগুলো সম্পন্ন করার শেষ পর্যায়ে রয়েছি। এগুলো শেষ হওয়ার পরই নতুন প্রকল্প শুরু হবে।”
তিনি সংবাদমাধ্যমের ভূমিকাকে গুরুত্ব দিয়ে বলেন, “সংবাদমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। বর্তমানে সংবাদ পরিবেশনে অবাধ প্রবাহ রয়েছে, যা জবাবদিহি ও সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা রাখছে।”
কর্মশালায় বেবিচকের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিপুল সংখ্যক সাংবাদিক অংশগ্রহণ করেন। বক্তারা তথ্য অধিকার আইনের যথাযথ প্রয়োগ, তথ্যপ্রাপ্তির পদ্ধতি এবং দায়িত্বশীল সাংবাদিকতার বিষয়ে গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন।
আয়োজকরা জানান, এ ধরনের কর্মশালা জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সরকারি সেবা ব্যবস্থায় দক্ষতা ও জবাবদিহি নিশ্চিত করতে সহায়ক হবে।
ইএইচ