Amar Sangbad
ঢাকা শনিবার, ২৯ মার্চ, ২০২৫,

ঈদের বিশেষ নাটক ‘লাভ উইথ বেনিফিট’

বিনোদন প্রতিবেদক

জুলাই ১১, ২০২০, ০৭:৩৩ পিএম


ঈদের বিশেষ নাটক ‘লাভ উইথ বেনিফিট’

এবারই প্রথম একসঙ্গে একই নাটকে অভিনয় করলেন টেলিভিশনের এই প্রজন্মের তিন প্রিয় মুখ শাওন, রুহী ও তানিয়া বৃষ্টি। সৈয়দ ইকবালের রচনায় ও মানছুর আলম নির্ঝরের পরিচালনায় ‘লাভ উইথ বেনিফিট’ নাটকে তারা তিনজন অভিনয় করেছেন। নাটকে শাওন রকি, রুহী অর্পিতা ও তানিয়া বৃষ্টি অভিনয় করেছেন রিয়া চরিত্রে। রুহী এখন পর্যন্ত ৫০টিরও বেশি নাটকে অভিনয় করেছেন।

যার মধ্যে বিশেষত দর্শকপ্রিয়তা পেয়েছে ‘আকাশ বদল’, ‘বুক পকেটের গল্প’, ‘অন্তরাল স্পর্শ’, ‘দহন কালের ভালোবাসা’, ‘এবং বিচ্ছেদ এবং ভালোবাসা’, ‘ছোট পরিবার আবশ্যক’,‘কালের আবর্তে’ ইত্যাদি। আগামী ঈদ উপলক্ষে লাভ উইথ বেনিফিটই তার প্রথম অভিনীত নাটক।

এদিকে শাওন এরই মধ্যে তার স্ত্রী টয়ার সঙ্গে একটি চমৎকার গল্পের নাটকে অভিনয় করেছেন। নাটকের নাম ‘স্বামী কাঠগড়ায়’। নাটকটি নির্মাণ করেছেন জুয়েল হাসান। ইউটিউবে দর্শকপ্রিয়তা পেয়েছে হাবীব শাকিল পরিচালিত শাওন অভিনীত ‘ডাবল ট্রাবল’ নাটকটি।

এদিকে বেশ কিছুদিন আগেই তানিয়া বৃষ্টি ঈদের নাটকের কাজ শুরু করেছেন। ‘লাভ উইথ বেনিফিট’ নাটকটিতে অভিনয় প্রসঙ্গে রুহী বলেন, ‘অভিনয় এখন আমার পুরোপুরি পেশা। তাই চেষ্টা থাকে ভালো গল্পের নাটকে অভিনয় করতে। লাভ উইথ বেনিফিট নাটকটির গল্প চমৎকার।

এর আগেও সৈয়দ ইকবালের রচনায় বেশ কিছু নাটকে অভিনয় করেছি। আমি, শাওন এবং তানিয়া বৃষ্টি আমরা তিনজন এবারই প্রথম একসঙ্গে এক নাটকে অভিনয় করেছি। স্বাস্থ্যবিধি মেনে যথেষ্ট সতর্কতার মধ্যদিয়েই আমরা শুটিংয়ে অংশ নিয়েছি। আশা করছি নাটকটি ভালো লাগবে দর্শকের।’

তানিয়া বৃষ্টি বলেন, ‘আমরা সবাই মিলে একটি ভালো গল্পকে চরিত্রের মধ্য দিয়ে যথাযথভাবে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি, নাটকটি দর্শকের কাছে উপভোগ্য হবে।’ আগামী ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে ‘লাভ উইথ বেনিফিট’ নাটকটি।

এদিকে তানিয়া বৃষ্টি এরই মধ্যে শেষ করেছেন সজীব মাহমুদের ‘ভাগের গাড়ি’, রাইসুল তমালের ‘কেউ নেই’সহ আরো বেশ কয়েকটি নাটকের কাজ।

এছাড়াও তিনি শাহ রকিব মোহাম্মদ, অলক হাসান, মোরসালিন শুভসহ আরো বেশ কয়েকজন পরিচালকের নাটকে অভিনয় করবেন।

আমারসংবাদ/এসটিএম