কাতার বিশ্বকাপে যা নিষিদ্ধ
আমার সংবাদ নভেম্বর ১৫, ২০২২, ১২:০১ পিএম
কাতার ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর এক সপ্তাহও বাকি নেই। মনে করা হচ্ছে দেশ-বিদেশ থেকে ফুটবল বিশ্বকাপ দেখতে কাতারে ভিড় জমাবেন প্রায় ১০ লক্ষ মানুষ। আর সেই কারণেই আরও সতর্ক হচ্ছে ফিফা এবং কাতারের প্রশাসন। ফুটবল বিশ্বকাপ চলাকালীন কাতার যেন ‘বেআইনি’ কাজের আঁতুড়ঘরে পরিণত না হয়, তার দিকেও বিশেষ নজর রয়েছে কর্তৃপক্ষের। আর সেই কারণে আগে থেকেই বেশ কয়েকটি পদক্ষেপ করা হয়েছে প্রশাসনের তরফে।