Amar Sangbad
ঢাকা রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫,

যুবলীগ চেয়ারম্যানের পায়ে কারা?

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ১৯, ২০১৯, ১১:২৭ এএম


যুবলীগ চেয়ারম্যানের পায়ে কারা?

সম্প্রতি যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। তাতে দেখা গেছে তার পা ছুঁয়ে সালাম করছেন তিনজন। অপেক্ষায় আছেন আরেকজন।

রাজধানীতে শুদ্ধি অভিযানের পর আড়ালে আছেন যুবলীগের চেয়ারম্যান। গ্রেপ্তার হয়েছেন তার অনেক কাছের মানুষ। তাকে নিয়েও নানারকম আলোচনা সমালোচনা চলছে সর্বত্র। এ মুহূর্তেই ভাইরাল হলো ছবিটি।

ছবিতে দেখা যাচ্ছে, একটি রাস্তায় কালো প্যান্ট আর নীল চেক শার্ট পরে দাঁড়িয়ে আছেন ওমর ফারুক চৌধুরী। আর তিনজন ছেলে তার পা ধরে সালাম করছেন।

তবে পা ধরে সালাম করা ওই যুবকদের চেহারার ছবি উঠেনি বলে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে তারা যুবলীগের নেতাকর্মী হবেন।

রাজধানীতে ক্যাসিনোকাণ্ডে অভিযানের পর গ্রেপ্তার হন যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ ভূঁইয়া, যুবলীগ নেতা জি কে শামীমসহ অনেকেই।

তখন থেকেই সংগঠন‌টির চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর নামও উঠে আসে। সম্প্রতি এসব নিয়ে গণভবনে যাওয়া নিষিদ্ধ হয় তার। এমনকি রোববার প্রধানমন্ত্রীর সঙ্গে যুবলীগের বৈঠকেও তিনি থাকতে পারবেন না বলে সিদ্ধান্ত হয়েছে।

আরআর