Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

পাচারের টাকা এনে ভোগের বিধান অনৈতিক: জিএম কাদের

মো. মাসুম বিল্লাহ

জুন ১২, ২০২২, ০৪:২৩ পিএম


পাচারের টাকা এনে ভোগের বিধান অনৈতিক: জিএম কাদের

পাচার হওয়া টাকা ফিরিয়ে এনে ভোগের বিধান অনৈতিক। এতে টাকা পাচার ও দুর্নীতি বেড়ে যাবে।পাচার হওয়া টাকা ফিরিয়ে আনার বৈধতা দেওয়া মানে পাচারকেই উৎসাহিত করা বলে মন্তব্য করেছেন, জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের।

রোববার (১২ জুন)  দুপুরে বনানী কার্যালয় মিলনায়তনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, যারা দেশের টাকা বিদেশে পাচার করেন তাদের বিচারের মুখোমুখি করা উচিৎ। আমরা দীর্ঘদিন ধরে পাচারকারীদের তালিকা প্রকাশ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলাম। আমরা এখনো চাই পাচারকারীদের তালিকা প্রকাশ করে তাদের বিচারের মুখোমুখি করা হোক।  

আমারসংবাদ/এবি

Link copied!