Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫,

বেতন ও বোনাস হচ্ছে কর্মজীবী মানুষের অধিকার: জি এম কাদের

মো. মাসুম বিল্লাহ

জুলাই ৪, ২০২২, ০৪:২৯ পিএম


বেতন ও বোনাস হচ্ছে কর্মজীবী মানুষের অধিকার: জি এম কাদের

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, পবিত্র ঈদুল আযহার পূর্বেই গণমাধ্যম, তৈরি পোশাক শিল্প এবং বেসরকারি সকল বিভাগের কর্মীদের বকেয়া বেতনসহ ঈদ বোনাস পরিশোধ করতে অনুরোধ করছি।

সোমবার (৪ জুলাই) এক বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান আরো বলেন, বিশ্ব মুসলিম উম্মাহর সামনে পবিত্র ঈদুল আযহা সমাগত। ঈদের আনন্দ ভাগাভাগি করতে অনেকেই বাড়িতে যাবে। 

পশু কোরবানী ও প্রিয়জনদের উপহার দিতে ঈদুল আযহা উপলক্ষে অতিরিক্ত খরচ করতে হয় সকলকে। ঈদের আনন্দ যেন সবার পরিবারে উৎসবমূখর হয়ে ওঠে সেজন্য দাত্বিশীলদের আন্তরিক হতে হবে। 

তিনি বলেন, এমন বাস্তবতায় অনেক প্রতিষ্ঠানে কর্মীদের বেতন বকেয়া আছে। একারণে অনেকেই ধার-দেনায় জর্জরিত। তাই পবিত্র ঈদুল আযহার পূর্বে গণমাধ্যম, তৈরি পোশাক শিল্পসহ সকল বেসরকারি সকল প্রতিষ্ঠানের কর্মীদের বকেয়া বেতন ও বোনাসসহ সকল পাওনা পরিশোধ জরুরি । 

বেতন ও বোনাস হচ্ছে কর্মজীবী মানুষের অধিকার। তাই শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় সচেষ্ট হতে সবার প্রতি আহ্বান জানাচ্ছি।


আমারসংবাদ/টিএইচ

Link copied!