Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

এদেশের মানুষ আজ বিপদাপন্ন, বড়ই কষ্টে আছে: নজরুল ইসলাম

মো. মাসুম বিল্লাহ

জুলাই ৩১, ২০২২, ০২:০৭ পিএম


এদেশের মানুষ আজ বিপদাপন্ন, বড়ই কষ্টে আছে: নজরুল ইসলাম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘এই প্রতিবাদ শুধু বিএনপির না, এই প্রতিবাদ এদেশের সব শ্রেণি-পেশার মানুষের। কারণ, এদেশের মানুষ আজ বিপদাপন্ন, বড়ই কষ্টে আছে। আজকে যেভাবে দেশ চলছে, তাতে তারা অতিষ্ঠ হয়ে গেছে।’

রবিবার (৩১ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বিদ্যুতের লোডশেডিং ও অব্যবস্থাপনার প্রতিবাদে ঢাকা জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম বলেন, ‘আমাদের দেশে এখন যারা সরকারে আছেন আমরা জানি তারা ভোটের মাধ্যমে নির্বাচিত হননি। রাতের বেলা ভোট করে তারা ক্ষমতা দখল করে আছেন। যেহেতু তারা জনগণের ভোটে নির্বাচিত নন, সেকারণে জনগণের কাছে তাদের কোনো দায়বদ্ধতা নেই। কোনো জবাবদিহি নেই। যদি থাকতো তাহলে জনগণের স্বার্থ রক্ষার জন্যে তারা কাজ করতেন। তারা নিজেদের আপন লোকদের স্বার্থে কাজ করছেন বলে দেশের মানুষ অবর্ণনীয় দুর্দশার মধ্যে পড়েছে এবং আরও বেশি দুর্দশার আশঙ্কা করছে।’

তিনি বলেন, ‘রেকর্ড বলছে বাংলাদেশের এক বছরের যতো বাজেট তার চেয়েও বেশি ব্যয় করা হয়েছে বিদ্যুৎ খাতের উন্নয়নের জন্য। বলা হয়েছিল আমাদের যতটা প্রয়োজন তার চেয়ে দ্বিগুণ উৎপাদন ক্ষমতা হয়ে গেছে। আমরা বিদ্যুৎ রফতানি করতে পারব। অথচ আমরা দেখলাম রফতানি নয়, আরও আমদানির জন্য অনেক বেশি টাকায় আদানী গ্রুপের সঙ্গে চুক্তি করা হয়েছে। বিদ্যুতের লাইন এখনো বসেনি অথচ কোটি কোটি টাকা তাদের দিয়ে দেওয়া হয়েছে।’

এবি

Link copied!