Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বর্তমান ব্যবস্থায় ‘ফেরেশতা’ দিয়েও সুষ্ঠু ভোট সম্ভব নয়: চুন্নু

মো. মাসুম বিল্লাহ

জুলাই ৩১, ২০২২, ০৩:৩০ পিএম


বর্তমান ব্যবস্থায় ‘ফেরেশতা’ দিয়েও সুষ্ঠু ভোট সম্ভব নয়: চুন্নু

জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নু বলেছেন, বর্তমান নির্বাচন ব্যবস্থায় ফেরেশতা দিয়েও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশন আইনের ১২৬ অনুচ্ছেদে পরিবর্তন আনতে হবে। যাতে কমিশনের কথা না শুনলে কমিশন নিজেই শাস্তির বিধান করতে পারে।

রোববার (৩১ জুলাই) সকালে ইসির সঙ্গে সংলাপে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ক্ষমতাসীন দল যদি সহায়তা না করে তাহলে নির্বাচন কমিশনের পক্ষে কখনই সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়।

এ সময় আনুপাতিক হারে ভোটের দাবি জানিয়ে ইসিকে শক্তিশালী করতে ভোটের সময় নির্দেশনা না মানলে আইন-শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইন করার প্রস্তাব করে জাপা।

এবি

Link copied!