Amar Sangbad
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪,

আওয়ামী লীগের সঙ্গে ইসির সংলাপ চলছে

মো. মাসুম বিল্লাহ

জুলাই ৩১, ২০২২, ০৩:৪০ পিএম


আওয়ামী লীগের সঙ্গে ইসির সংলাপ চলছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে সংলাপে বসেছে নির্বাচন কমিশন। রোববার (৩১ জুলাই) বিকাল তিনটায় ক্ষমতাসীন দলটির সঙ্গে সংলাপ শুরু হয় নির্বাচন কমিশনের।

প্রতিনিধি দলে আরও রয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, কাজী জাফর উল্লাহ, ড. মো. আব্দুর রাজ্জাক ও লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, উপদেষ্টা পরিষদ সদস্য মোহাম্মদ সাহাবুদ্দিন চুন্নু, যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ প্রমুখ।

দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ১৭ জুলাই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করে নির্বাচন কমিশন। নিবন্ধিত ৩৯টি দলের মধ্যে বৃহস্পতিবার পর্যন্ত ২৬টি দল সংলাপে অংশ নেয়। আর দুটি দল নতুন সময় চেয়েছে। বিএনপিসহ নয়টি দল সংলাপ বর্জন করেছে।

সংলাপের শেষ দিন আজ সকালে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে সংলাপ করে নির্বাচন কমিশন। এর দুই ঘণ্টা পর আওয়ামী লীগের সঙ্গে সংলাপে বসেছে নির্বাচন পরিচালনাকারী প্রতিষ্ঠানটি।


আমারসংবাদ/টিএইচ

Link copied!