Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ইভিএমে ভোট আমরা মানবো না: আলতাফ

মো. মাসুম বিল্লাহ

জুলাই ৩১, ২০২২, ০৬:০৬ পিএম


ইভিএমে ভোট আমরা মানবো না: আলতাফ

বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার তো আমাদের ধমক দিয়েছেন। উনি (সিইসি) বলেছেন, তলোয়ারের বিরুদ্ধে রাইফেল দিয়ে মোকাবেলা করবেন। রাতে আর ভোট হবে না, তার মানে- উনি (সিইসি) সরকারি ভাবে স্বীকার করলেন রাতে ভোট হয়েছিল। ইভিএমে ভোট আমরা মানবো না।

রবিবার (৩১ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বরিশাল নগরীর সদর রোডের দলীয় কার্যালয় চত্ত্বরে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী এসব কথা বলেন।

বরিশাল জেলা উত্তর ও দক্ষিণ কমিটি আয়োজিত সমাবেশে আলতাফ চৌধুরী আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার দিতে হবে, এই সরকারকে পদত্যাগ করতে হবে‍‍`, ইসি পুনর্গঠন করতে হবে এবং ইভিএম বাদ দিতে হবে। তাহলেই নির্বাচনে যাবে বিএনপি।
 
উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রিয় কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও মাহবুবুল হক নান্নু, কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমত উল্লাহ।

এবি

Link copied!