Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বাংলাদেশকে দেউলিয়া বানাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে বিএনপি : কৃষিমন্ত্রী

মো. মাসুম বিল্লাহ

আগস্ট ১, ২০২২, ০১:৩৪ পিএম


বাংলাদেশকে দেউলিয়া বানাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে বিএনপি : কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেছেন, বাংলাদেশকে দেউলিয়া বানাতে বিএনপি চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশের দেউলিয়া বানানোর চেষ্টায় বিএনপির সঙ্গে কিছু বুদ্ধিজীবী, কিছু সুশীল সমাজের প্রতিনিধি যোগ হয়েছে। তারা বাংলাদেশকে শ্রীলঙ্কার মতো বানানোর যে প্রার্থনা করছে, তা কোনোদিন বাস্তবায়ন হবে না।

সোমবার (১ আগস্ট) শোকের মাস উপলক্ষে কৃষক লীগ আয়োজিত রক্ত ও প্লাজমা দান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ড. আবদুর রাজ্জাক বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজকে উন্নয়নের মহাসড়কের সম্পৃক্ত হয়েছে, বিশ্ব দেখছে করোনা ও ইউক্রেন যুদ্ধের মধ্যেও বাংলাদেশে কীভাবে সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে।

জিডিপি ও ঋণের অনুপাতের দিক থেকে শ্রীলঙ্কার চাইলে বাংলাদেশ অনেক ভালো অবস্থানে আছে বলেও জানান তিনি।

এবি

 

Link copied!