Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

ইভিএম জালিয়াতির আরেকটি নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে সরকার: রিজভী

মো. মাসুম বিল্লাহ

আগস্ট ১, ২০২২, ০৮:২৬ পিএম


ইভিএম জালিয়াতির আরেকটি নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে সরকার: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘আগামী ২০২৩ এ  ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) দিয়ে দিনে-দুপুরে ডাকাতির ভোট করতে চায় সরকার। কারণ ইভিএম এ কোনো অভিযোগ করা চলে না। এই জালিয়াতির আরেকটি নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে সরকার।’

সোমবার (০১ আগস্ট) বিকেলে জাতীয়তাবাদী কৃষকদল কুড়িগ্রাম শাখার উদ্যোগে কুড়িগ্রাম পৌরসভার নীলারাম স্কুল মাঠে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় পাঁচ শতাধিক কৃষকদের মাঝে বীজ ও ত্রাণ সামগ্রী বিতরণকালে এ কথা বলেন তিনি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী বলেন, ‘গণতন্ত্র হরণ করে তারা চুরিতন্ত্র প্রতিষ্ঠা করেছে। ব্যাংকের টাকা চুরি, বিদ্যুতের নামে চুরি, মেগা প্রকল্পের নামে চুরি, দরিদ্র অসহায় মানুষের জন্য ত্রাণ সামগ্রী সেখানেও চুরি।

তিনি আরো বলেন, গণতন্ত্র হরণ করে চুরিতন্ত্র প্রতিষ্ঠা না করলে তো শেখ হাসিনা টিকবেন না। বিদেশি গণমাধ্যম বলছে শেখ হাসিনার পায়ের নিচে মাটি নেই। তিনি তাসের ঘর বানিয়েছেন বলে মন্তব্য করেন।

এবি

Link copied!