Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪,

বিএনপি ছাড়া লড়াইয়ে জেতা সম্ভব নয়: মান্না

মো. মাসুম বিল্লাহ

আগস্ট ৩, ২০২২, ০৪:১৫ পিএম


বিএনপি ছাড়া লড়াইয়ে জেতা সম্ভব নয়: মান্না

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, আমি বিএনপি করি না, বিএনপি করব এমন কোন কথাও নাই। কিন্তু বিএনপি ছাড়া এই লড়াই জেতা যাবে তা মনে করি না। এটা বাস্তব সত্য।

বুধবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবে আয়োজিত একটি গোলটেবিল আলোচনায় এ কথা বলেন তিনি। ‘সরকার ইভিএম-এ নির্বাচন চায় কেন?’ শীর্ষক এ গোলটেবিল আলোচনার আয়োজন করে বাংলাদেশ ইয়ুথ ফোরাম।

আন্দোলনের জন্য বিএনপিকে দরকার উল্লেখ করে মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আমি সমালোচনা করতে পারি কিন্তু বিএনপি গত তেরো-চৌদ্দ বছর লাগাতার সংগ্রাম করছে। যত নেতা কর্মীর নামে মামলা আছে, অতীতে এত নেতা কর্মীর নামে মামলা ছিল না। এই জালিম সরকারের চোখে কোন পর্দা নেই। তারপরেও তাদের মধ্যে ভাঙন ধরাতে পারেনি। তারা লড়াই করছে, জীবন দিচ্ছে। সবকিছু মিলেই আমি মনে করি, বিএনপিকে আন্দোলনের জন্য প্রয়োজন।’ তবে বিরোধী দলগুলোর নিজেদের অনেক ভুলের কারণে ফ্যাসিবাদ শক্তিশালী হচ্ছে, স্থায়ীত্ব পেয়ে দীর্ঘস্থায়ী হয়েছে বলে উল্লেখ করেন মান্না।  

মান্না বলেন, ‘বিএনপি পরাজিত হোক তা আমি চাই না। কারণ আমি মনে করি বিএনপির পরাজয় মানেই আমার পরাজয়। কিন্তু বিএনপির জয় মানেই যে আমার জয় এমনও নয়। বিএনপির কথা আমি শুনি কারণ আমার তাদের দরকার। কিন্তু তাদের কথাই যে আমার কথা এমনটাও নয়।’

যেই দলে শেখ মুজিবের মতন বড় মাপের একজন নেতা ছিলেন, সেই দলের নামে মানুষ এখন থুতু দেয় বলে মন্তব্য করে মান্না বলেন, ‘তারা ফেয়ার নির্বাচন দেয় না। দেবে কেন, তারা জানে ফেয়ার নির্বাচন হলে তারা জিততে পারবে না। সত্যি কথা হচ্ছে রাজনৈতিকভাবে এই দল ধসে গেছে।’

আন্তর্জাতিকভাবে দেশের মানসম্মান তারা (আওয়ামী লীগ) নষ্ট করেছে উল্লেখ করে মান্না বলেন, ‘দেশের পররাষ্ট্রমন্ত্রী আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীকে গিয়ে বলেছে একটু বিএনপিকে বোঝান না ইলেকশনে আসুক। মানে এখন বিএনপিকে ছাড়া ইলেকশন আন্তর্জাতিকভাবেও গ্রহণ করবে না এটা তারা বুঝে গেছে।’

ইভিএমে নির্বাচন প্রসঙ্গে মাহমুদুর রহমান মান্না বলেন, একটা নির্বাচন কমিশন গঠন করা হয়েছে যিনি প্রথম থেকে মাঝেই মাঝেই এমন একটা ভাব দেখাচ্ছেন যে তারা একটা সুষ্ঠু নির্বাচন করতে যাচ্ছেন এবং সবশেষ তারা সব দলকে ডেকেছে যারা বেশির ভাগই সরকারি দল।

ইএফ

Link copied!