Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ক্ষুধার্ত জনগণের সঙ্গে চরম রসিকতা: রিজভী

মো. মাসুম বিল্লাহ

আগস্ট ১৩, ২০২২, ০৫:৪৫ পিএম


পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ক্ষুধার্ত জনগণের সঙ্গে চরম রসিকতা: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘দেশের মানুষ বেহেশতে আছে’ পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল মোমেনের এমন বক্তব্য ক্ষুধার্ত জনগণের সঙ্গে চরম রসিকতা।

শনিবার (১৩ আগস্ট) নয়াপল্টনে আরাফাত রহমান কোকোর ৫৩তম জন্মদিন উপলক্ষে এক আলোচনাসভায় তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, পররাষ্ট্রমন্ত্রী দেশবাসীর কাছে কৌতুক অভিনেতায় পরিণত হয়েছেন। বাংলাদেশের মানুষ নয়, সরকারের বশংধররা বেহেশতে আছে।

তিনি বলেন, যারা লাখ লাখ টাকা বিদেশে পাচার করেছে, তারাই বেহেশতে আছেন। অচিরেই সেই বেহেশত ভেঙে খান খান হয়ে যাবে।

বিএনপির এই নেতা বলেন, জনগণের টাকা হরিলুট করে আপনাদের অনেক টাকা হয়েছে, তাতে আপনারা বেহেশতে থাকতে পারেন, কিন্তু জনগণ আপনাদের দুঃশাসনের নরকে আছে। পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য ক্ষুধার্ত জনগণের সঙ্গে চরম রসিকতা।

রিজভী বলেন, আইনশৃঙ্খলা বাহিনী না থাকলে আপনারা রাজপথ থেকে পালিয়ে যাবেন। বিএনপি নেকাকর্মীদের গুম, খুন এবং দেশের সম্পদ চুরি করে আপনারা অহঙ্কার দেখাচ্ছেন। গোটা দেশে এখন দুর্ভিক্ষের ছায়া বিস্তার লাভ করেছে।

এবি

Link copied!