Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দেশব্যাপী ১৬ আগস্ট দোয়া মাহফিল

মো. মাসুম বিল্লাহ

আগস্ট ১৪, ২০২২, ০৭:০৪ পিএম


খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দেশব্যাপী ১৬ আগস্ট দোয়া মাহফিল

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে তার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনা এবং দেশব্যাপী চলমান গণতান্ত্রিক আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত, যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনায় আগামী ১৬ আগস্ট দেশব্যাপী জেলা, মহানগর, উপজেলা ও থানা পর্যায়ে দোয়া-মাহফিল হবে।’

চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৭৭ তম জন্মবার্ষিকী পালন এবং তার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় আগামী ১৬ আগস্ট দেয়া মাহফিলের আয়োজন করেছে বিএনপি।

রোববার (১৪ আগস্ট) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন তিনি।

এবার কর্মসূচি হিসেবে ঘোষণা করা হয়েছে দেশব্যাপী জেলা, মহানগর, উপজেলা ও থানা পর্যায়ে দোয়া মাহফিল।

এবি

Link copied!