Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

চা শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে চায় সরকার: পরিকল্পনামন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ প্রতিনিধি

আগস্ট ২০, ২০২২, ০৩:১১ পিএম


চা শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে চায় সরকার: পরিকল্পনামন্ত্রী

চা শ্রমিকদের আন্দোলন প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘সরকার চা শ্রমিকদের ন্যায্য মজুরির বিষয়ে সচেতন আছে। তারা দারিদ্র্য ও অবিচারের শিকার। চা শ্রমিক কল্যাণের জন্য অনেক সংস্কারের প্রয়োজন আছে। 

তবে বাগান মালিকরা তাদের অনেক সুযোগ-সুবিধা দেন। তা টাকায় নয়, তারা থাকার জায়গা দেন, রেশন দেন, চিকিৎসা দেন। কিছু কিছু ক্ষেত্রে বিদ্যুৎও দেন। আমরা চাই মজুরি, আশা করি ন্যায়বিচারের দিকেই যাচ্ছি। সেখানে পৌঁছায়নি এখনো। তবে পথেই আছি। সরকারও তাদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে চায়।’

শনিবার (২০ আগস্ট) দুপুরে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে জেলা পরিষদ কর্তৃক ২০২১ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

পরিকল্পনামন্ত্রী বলেন, আমাদের প্রধানমন্ত্রী আপনাদের ধৈর্য্যর আহ্বান জানিয়েছেন। এই কয়েকটা দিন একটু ধৈর্য্য ধরুন। বিদ্যুতের সমস্যা আছে, দ্রব্যমূল্যের সমস্যা আছে। তবে আমরা যারা কাজ করি, আমরা কিছু আলোর রেখা দেখছি পূর্ব দিগন্তে।

বাংলাদেশে ডলারের রিজার্ভ ভালো আছে দাবি করে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘এখন সারা বিশ্বে গ্যাসের নতুন বাজার সৃষ্টি হয়েছে। সেজন্য বাংলাদেশের ওপর চাপ রয়েছে। গ্যাস-কয়লা এমন জিনিস নয় যে, খুঁজলেই পেয়ে যাবো। গ্যাস-কয়লা অনুসন্ধানে সময় লাগবে। 

আগামী দিনের শক্তির উৎস গ্যাস নয় কয়লা নয় তেলও নয়; আগামী দিনের শক্তির উৎস হবে নবায়নযোগ্য সৌরশক্তি। সরকার সে পথে হাঁটছে।’ বাংলাদেশ একা নয়, সারাবিশ্বই সৌরশক্তির ব্যবহারের দিকে যাবে বলেও উল্লেখ করেন তিনি।

জেলা পরিষদের প্রশাসক নুরুল হুদা মুকুটের সভাপতিত্বে ও দেওয়ান গিয়াস চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াহাব রাশেদ, শিক্ষাবিদ পরিমল কান্তি দে, যোগেশ্বর দাশ প্রমুখ।


আমারসংবাদ/টিএইচ

Link copied!