Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র এখনও শেষ হয়নি: তোফায়েল

মো. মাসুম বিল্লাহ

আগস্ট ২১, ২০২২, ০৭:৩৫ পিএম


শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র এখনও শেষ হয়নি: তোফায়েল

২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলার প্রতিবাদে ভোলায় আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১ আগস্ট) দুপুরে ভোলা জেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কাযার্লয়ে আলোচনা সভায় ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ।

এসময় তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার জন্য বার বার চেষ্টা করা হয়েছে। এখনও ষড়যন্ত্র শেষ হয়নি।

তিনি আরও বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। যেই শক্তি ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করেছে। তারা এখনও সক্রিয়। জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যার সাথে সরাসরি জড়িত। একথা রশিদ ও ফারুক বিবিসিতে প্রকাশ করেছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

ভোলা জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লার সভাপতিত্বে আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত করা হয়। 

Link copied!