Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বিএনপি রাজাকার আলবদরদের অনেক মূল্যায়ন করে: আইনমন্ত্রী

মো. মাসুম বিল্লাহ

আগস্ট ২৪, ২০২২, ০৪:৫৯ পিএম


বিএনপি রাজাকার আলবদরদের অনেক মূল্যায়ন করে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপির শাসনামলে দেশ বিরোধীদের গাড়িতে পতাকা উড়ানোর অধিকার দেওয়া হয়েছিল।

বুধবার (২৪ আগস্ট) দুপুরে কসবা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন।

এ সময় মন্ত্রী বলেন, বিএনপি শাসনামলে রাজাকার, আলবদরদের অনেক মুল্যায়ন ছিলো। যারা মুক্তিযুদ্ধের সময় এদেশের মুক্তিকামী মানুষকে, মা-বোনদেরকে অসহনীয় অত্যাচার করে নৃশংসভাবে হত্যা করেছিলো বিএনপি তাদের মতো দেশ বিরোধীদের মন্ত্রী বানিয়ে তাদের গাড়িতে এদেশের জাতীয় পতাকা উড়ানোর অধিকার দিয়েছিলো। তারা মুজাহিদ ও নিজামীদের মতো স্বাধীনতা বিরোধীদের কদর করতো।

এবি

Link copied!