Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বিএনপির রাজনীতি নিষিদ্ধ চান পরশ

মো. মাসুম বিল্লাহ

আগস্ট ২৬, ২০২২, ০৭:৫৪ পিএম


বিএনপির রাজনীতি নিষিদ্ধ চান পরশ

বিএনপির রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। তিনি বলেন, এই আগস্ট মাসে খালেদা জিয়ার শাসনামলে বার বার কালিমা লেপন করা হয়েছে। 

২০০৫ সালের ১৭ আগস্ট সারা দেশে বিএনপির মদদে একযোগে সিরিজ বোমা হামলা চালিয়েছিল নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি।

শুক্রবার (২৬ আগস্ট) ঢাকা মহানগর উত্তর যুবলীগের উদ্যোগে বাড্ডা হাইস্কুল মাঠে জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ ফজলে শামস পরশ বলেন, সেদিন দেশের ৬৩টি জেলায় প্রেসক্লাসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছিল। তারা প্রেসক্লাব বেছে নিয়েছিল, কারণ তারা সংবাদপত্রের স্বাধীনতা বিশ্বাস করে না। এতো পরিকল্পিত এবং সমন্বিত হামলার ইতিহাস পৃথিবীতে নেই।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল। সভাপতিত্ব করেন ঢাকা মহানগর যুবলীগ উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন। 

এ সময় আরও উপস্থিত ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মঞ্জুর আলম শাহীন, মো. রফিকুল ইসলাম, সুব্রত পাল, প্রচার সম্পাদক জয়দেব নন্দীসহ কেন্দ্রীয় মহানগর ও বিভিন্ন ওয়ার্ডের নেতারা।


আমারসংবাদ/টিএইচ

Link copied!