Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

সরকারের পতন ঘটিয়ে ঘরে ফিরব: মান্না

মো. মাসুম বিল্লাহ

আগস্ট ২৭, ২০২২, ০৬:০৯ পিএম


সরকারের পতন ঘটিয়ে ঘরে ফিরব: মান্না

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‌‘বাংলাদেশে যারা দ্রব্যমূল্য বাড়ান তারা সবাই সরকারদলের লোক। এই সরকার জনগণের জানমালের নিরাপত্তা দিতে পারছে না। আমাদের সেই বিশ্বাস আছে আমরা লড়াই করে এই সরকারের পতন ঘটিয়ে ঘরে ফিরব।’

শনিবার (২৭ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে  জ্বালানি তেলের দাম কমানোর দাবিতে বিক্ষোভ সমাবেশ ও পদযাত্রায় এসব কথা বলেন তিনি।

পুলিশ বাহিনীকে উদ্দেশ্য করে মান্না বলেন, ‘এমন কোনো কাজ করবেন না যে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। আজকে এখানে আওয়ামী লীগ যদি কোনো সমাবেশ করতো তাহলে কি রাস্তা বন্ধ করে দেওয়া হতো? উল্টো পুলিশ ভাইরা দূর থেকে তাদের দায়িত্ব পালন করত।’

বিক্ষোভ সমাবেশে জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, গণসংহতি আন্দোলনে সমন্বয়ক জোনায়েদ সাকি প্রমুখ বক্তব্য দেন।

এবি

Link copied!