Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

উদ্দেশ্য নিয়েই ১৫০ আসনে ইভিএম: চুন্নু

মো. মাসুম বিল্লাহ

আগস্ট ২৭, ২০২২, ০৬:৫২ পিএম


উদ্দেশ্য নিয়েই ১৫০ আসনে ইভিএম: চুন্নু

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, সংসদীয় ১৫০টি আসনে ইভিএম দেওয়া হয়েছে উদ্দেশ্য প্রণোদিতভাবে। কারণ সরকার গঠন করতে লাগে ১৫১টি আসন। আর যেই মুহূর্তে দেশে ডলারের সংকট সেই মুহূর্তে কোটি কোটি ডলার ব্যয় করে ইভিএম মেশিন কিনতে হবে কেন? এতে জনগণের কী লাভ? এর আগের ইভিএম প্রক্রিয়া নিয়ে কেলেঙ্কারি হয়েছে। অধিকাংশ রাজনৈতিক দল ইভিএম এর বিপক্ষে তাই ইভিএম-এ ভোট প্রত্যাহার করুন।

শনিবার (২৭ আগস্ট) দুপুর রাজশাহী মহানগরীর একটি কনভেশন সেন্টারে বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বর্ধিত সভার আয়োজন করে রাজশাহী জেলা জাতীয় পার্টি।  

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, পদ্মা সেতু ছাড়া বর্তমান সরকারের আমলে উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয়নি। সারাদেশের মানুষ আজ অতিষ্ঠ। বুলেট দিয়ে ঠেকিয়ে সরকার আজকে ক্ষমতায়। এদিন বেশি দিন থাকবে না। আগামীর দিন জাতীয় পার্টির দিন।

তিনি বলেন, এই সরকার এখন আর জনগণের সরকার নেই। এই সরকার জনগণের বিরোধী সরকার। এ সরকারকে দুর্নীতিবাজ সরকার বললেও ভুল হবে, এই সরকার এখন লুটপাটের সরকার। তারা নতুন করে ১৫০টি আসনে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। এটা নির্বাচন কমিশনের চক্রান্ত। এরশাদকে এক মামলা দিয়ে ফাঁসিয়ে রেখে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা হয়েছিল। কিন্তু আজ আর জাতীয় পার্টি সেই অবস্থায় নেই। আগামীতে জাতীয় পার্টি ৩০০ আসনে নির্বাচন করবে। আপনারা জাতীয় পার্টিকে ক্ষমতায় আনতে সংগঠনকে শক্তিশালী করুন।

এবি

Link copied!