আগস্ট ২৮, ২০২২, ০৬:৫৬ পিএম
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, বিভিন্ন জায়গায় দখলকৃত খাল-রাস্তা উদ্ধারে গেলে যাদের পাশে পাওয়া যায় তারা হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ। ঢাকা উত্তর ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ও সেক্রেটারি হৃদয়কে পাশে পাই।ছাত্রলীগকে এজন্য অসংখ্য ধন্যবাদ।
জাতীয় শোক দিবস উপলক্ষে রোববার (২৮ আগস্ট) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ ধন্যবাদ জানান।
ছাত্রলীগকে উদ্দেশ করে ডিএনসিসি মেয়র বলেন, ঢাকা শহরে কেউ কিছু অবৈধভাবে দখল করে রাখতে পারবে না। ছাত্রলীগ যেভাবে অতীতে সহযোগিতা করেছে, আশা করি ভবিষ্যতে সেই সহযোগিতা অব্যাহত রাখবে। প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হলে অবৈধ দখলদার ও দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে হুঁশিয়ার হতে হবে।
তিনি বলেন, শিশু রাসেল কী দোষ করেছিল যে তাকে হত্যা করলো যড়যন্ত্রকারীরা। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পেছনে যারা আছে, সেই যড়যন্ত্রকারীদের কমিশনের মাধ্যমে চিহ্নিত করতে হবে। যারা বিদেশে আছে তাদের দেশে ফেরত এনে ফাঁসিতে ঝোলানো হোক।
এবি