Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

‘আইনশৃঙ্খলা বাহিনীর উপর নিষেধাজ্ঞা: বিদেশে আমাদের অপমানিত হতে হয়েছে’

মো. মাসুম বিল্লাহ

আগস্ট ৩০, ২০২২, ০৫:২৪ পিএম


‘আইনশৃঙ্খলা বাহিনীর উপর নিষেধাজ্ঞা: বিদেশে আমাদের অপমানিত হতে হয়েছে’

দেশে এই গুম-খুনের কারণে আইনশৃঙ্খলা বাহিনীর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিদেশে আমাদের অপমানিত হতে হয়েছে বলে মন্তব্য করেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (৩০ আগস্ট) সকালে রাজধানীর নয়াপল্টনে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে মানববন্ধনে এসব কথা বলেন তিনি।

আমীর খসরু বলেন, যেসব পরিবারের সদস্য গুম হয়েছে তাদের কান্না থামবে না। গুমের সঙ্গে জড়িত কেউই রেহাই পাবেন না। বিচার হবে, বাংলাদেশেই হবে। বিশ্বের আদালতেও হবে বলে জানান তিনি।

তিনি বলেন, বাংলাদেশে কখনো গুম দিবস পালন করতে হবে তা অবিশ্বাস্য, অবিশ্বাস্য। মানুষের কল্পনার বাইরে।

এছাড়া বর্তমান সরকারের পতনের জন্য তিনি বলেন, সরকার পতনের জন্য প্রয়োজনে আরও রক্ত দিব। তারপরও এ সরকারকে যেতে হবে।

এবি

Link copied!