সেপ্টেম্বর ৩, ২০২২, ০৫:২৯ পিএম
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মুহাম্মদ (জিএম) কাদেরের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে গেছেন এক ছিনতাইকারী।
রাজধানীর বিমানবন্দর এলাকা বুধবার (৩১ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে শুক্রবার (২ সেপ্টেম্বর) জাপার চেয়ারম্যান গণমাধ্যমকে জানান, ওই দিন রাত ১১টার দিকে ব্যক্তিগত গাড়িতে করে বাসায় ফিরছিলেন। এ সময় গাড়ির এসি কাজ না করায় জানালার গ্লাস খুলে রাখেন তিনি। এর মধ্যে ফোনে কথা বলার সময় হঠাৎ এক যুবক ফোনটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
তিনি আরও জানান, তার গাড়িচালক ছিনতাইকারীর পিছু নিলেও ধরা সম্ভব হয়নি। এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি মামলা করেছি।
পুলিশ জানিয়েছে, ছিনতাইকারীকে আটক করা হলেও মোবাইল ফোন উদ্ধার করা যায়নি।
এবি