সেপ্টেম্বর ৪, ২০২২, ০৬:১৯ পিএম
প্রথম দিনেই জেলা পরিষদ চেয়ারম্যান পদে ১৪৭ টি মনোনয়ন ফরম বিক্রি করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। একই সাথে গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের জন্য ৪টি মনোনয়ন ফরম বিক্রি করেছে দলটি। বিষয়টি জানিয়েছেন আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।
জানাযায়, আগামী ১৭ অক্টোবর সারা দেশে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচন সামনে রেখে রোববার (০৪ সেপ্টেম্বর) থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।
এ দিন সকাল ১০টায় রাজধানীর ধানমন্ডি আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয় থেকে বিভিন্ন জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থীরা মনোনয়ন বিক্রি শুরু করে। মনোনয়ন ফরম বিক্রি চলবে আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত।
রোববার (০৪ সেপ্টেম্বর) সকাল থেকেই দলীয় প্রতিকের মনোনয়ন ফরম সংগ্রহ শুরু করেন জেলা পরিষদে চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন প্রত্যাশীরা। তাদের নিজ নিজ কর্মী সমর্থক নিয়ে শোডাউন দিতে দেখা গেছে।
এসময় স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পার্টি অফিসের আশেপাশের এলাকা। মনোনয়ন বিক্রির প্রথম দিনেই জেলা পরিষদের চেয়ারম্যান পদে ১৪৭টি মনোনয়ন ফরম বিক্রি হয়। একই সময়ে গাইবান্ধা-৫ আসনে ৪টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।
টিএইচ